
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৬:১৬ এএম
দীর্ঘদিন পর একসঙ্গে আসিফ-ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০১:০১ পিএম

ডলি সায়ন্তনী ও আসিফ আকবর। ছবি-সংগৃহীত
আরও পড়ুন
দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ডলি সায়ন্তনী।
‘মন হয়ে যায় ভালো’ শিরোনামের নতুন গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। এ ছাড়া গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন আরশি হোসাইন।
প্রযোজনা প্রতিষ্ঠান ‘সাউন্টেক’ থেকে আগামী ২৪ জানুয়ারি আসিফ-ডলির এ গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।
আসিফ ও ডলি সায়ন্তনী ইতিপূর্বে অনেক গানে একসঙ্গে কণ্ঠ দিলেও গত দুই বছর তাদের দ্বৈত কোনো গান প্রকাশ হয়নি।
জানা গেছে, ২০১৯ সালে আসিফ আকবর ১৩০টি গান করার পরিকল্পনা নিয়েছেন। এ ছাড়া ডলি সায়ন্তনী তার কণ্ঠের জনপ্রিয় ১০টি গান নতুন সংগীতায়োজনে ভিডিওতে প্রকাশের উদ্যোগ নিয়েছেন।