Logo
Logo
×

বিনোদন

সিডনিতে থার্টি ফার্স্ট নাইট বিরাট-আনুশকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০২:২৩ পিএম

সিডনিতে থার্টি ফার্স্ট নাইট বিরাট-আনুশকার

বিরাট কোহলি ও আনুশকা

ইংরেজি পঞ্জিকা বর্ষের প্রথম দিনটাকে আমুদেই স্বাগত জানিয়েছেন ভারতের সেলিব্রেটি জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই কাপল অষ্ট্রেলিয়ার সিডনী শহরে থার্টিফার্স্ট নাইট উৎযাপন করেছেন এ বছর।

 

সিডনী থেকে ভক্ত ও শুভাকাঙক্ষীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 

বিরাট কোহলি অবশ্য টেস্ট সিরিজ খেলতে আগে থেকেই অষ্ট্রেলিয়ায় ছিলেন।মেলবোর্ন থেকে স্ত্রীকে নিয়ে সিডনী উড়ে যান রাতে। সেখানে হার্বার ব্রিজে জমকাল আতশবাজি দেখেন তারা। থার্টি ফার্স্ট নাইটে সিডনির আলোঘেরা  রাজপথে দাঁড়িয়ে বিরাটকে ভালোবাসায় জড়িয়ে ধরে ছবি তুলেন আনুশকা।সেই ছবি টুইট করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তারা দু’জনেই।

 

টুইটারে ছবি দিয়ে বিরাট কোহলি লেখেন, একামাত্র ভালোবাসা আনুশকাকে নিয়ে আরও একটি নতুন বছর শুরুর অপেক্ষায়। দেশে ও দেশের বাইরে সব বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছ।

 

ডিসেম্বরেই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বলিউড তারকা বিরাট ও ক্রিকেট তারকা বিরাট জুটি। তারপর নিজের ছবি জিরো-র প্রচারে দেশে ফিরে গিয়েছিলেন অানুশকা।

 

ইংরেজি নতুন বছরের শুরুর দিনটা প্রিয়জনের সঙ্গ পেতে সিডনি উড়ে যোন অানুশকা।

 

কোহলি গেল বছরের শেষটা হয়ে সাফল্যের সঙ্গে। বিশ্ব ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ রান করেছেন তিনি। ২০১৮তে তাঁর রান ছিল ২৬৫৩, গড় ৬৯.৮১। শুধু তাই নয়, এই নিয়ে টানা তিন বছর রানের শিখরে থেকেই বছর শেষ করলেন ভারত অধিনায়ক।

 

অন্যদিকে বিয়ের পর সাফল্যে তুঙ্গে রয়েছেন সুদর্শনী আনুশকা। তার একের পর এক ছবি হিট হচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম