বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী
দেশের মাটিতে পা রেখেই এফডিসিতে আমন্ত্রণ পেলেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জান্নাতুল ফেরদৌস ঐশী।
আর তা অবশ্যই ঢাকাই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে। ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছেন তিনি।
যে কারণে তিনি দ্বিধান্বিত। কাকে হ্যাঁ আর কাকে না বলবেন সেই বিষয়ে চিন্তিত ঐশী।
ইতিমধ্যে অনেকের গল্প ফিরিয়েও দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতেই ঐশী চান এমন কিছু উপহার দিতে, যা দর্শক হৃদয়ে দাগ কেটে দেবে।
যেনতেন স্ক্রিপ্টে কাজ করতে আগ্রহী নন তিনি। প্রস্তাবিত প্রতিটি গল্পের গভীরে গিয়ে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।
এ বিষয়ে ঐশী জানান, ‘আমি আসলে শুরুতে একটা চমৎকার গল্পে কাজ করতে চাই। নাচে-গানে ভরপুর সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই।’
সূত্রের খবর, ঐশীর সঙ্গে যোগাযোগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
এদিকে গত মঙ্গলবার পরিচালক রাজু চৌধুরী তার ‘রাজকন্যা’ শিরোনামে ছবিতে নাম ভূমিকায় চেয়েছেন ঐশীকে।
কিন্তু প্রথম ছবিতে এমন চরিত্র পছন্দ নয় ঐশীর।
নতুন ছবিতে কাজ নিয়ে ঐশী বলেন, ‘কিন্তু আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। প্রস্তাবিত গল্পের গুরুত্ব বোঝার চেষ্টা করছি, তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তবে কোন ছবি দিয়ে ঢালিউড পর্দায় অভিষেক হতে যাচ্ছে সে বিষয়ে শিগগিরই জানাবেন ঐশী।
প্রসঙ্গত, পিরোজপুরের মেয়ে ঐশীর দিকে তাকিয়ে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি।
কেননা আপাতত ঐশীতে মুগ্ধ শোবিজ অঙ্গন। বিশ্ব সুন্দরীর সেরা মুকুটটি মাথায় না পরতে পারলেও প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতার সেরা ত্রিশে জায়গা করে নেন তিনি।
যে কারণে তার ফ্যান, ফলোয়ার বাড়ছে হুহু করে।
আর ঐশীর এই জনপ্রিয়তাকে পুঁজি করতে চাইছেন দেশের পরিচালক ও সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান।