Logo
Logo
×

বিনোদন

সালমানের জন্মদিনে দেশ ছাড়লেন ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ পিএম

সালমানের জন্মদিনে দেশ ছাড়লেন ঐশ্বরিয়া

বিমানবন্দরে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া -সালমান খানের প্রেমকাহিনী যেন যুগ পেরিয়ে। তবুও নানা ঘটনায় সে কাহিনী যেন এখনও জীবন্ত। 

ইতিমধ্যে সাবেক বিশ্বসুন্দরী একজন সফল মা হিসেবে নিজের পরিচয় গড়েছেন।

 আর সালমান খান একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিলেও ব্যাচেলরই রয়ে গেছেন।

দুজনের গতিপথ দুদিকে। আজ সালমান খানের জন্মদিন। এদিন গোটা বলিউড যখন উৎসবে মজে উঠেছে।

কিন্তু সেদিকে কোনো লক্ষ্য নেই সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাইয়ের। একই দিনে স্বামী-সন্তানসহ দেশ ছাড়লেন তিনি।  

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে এ তারকা জুটির।

জানা গেছে, নতুন বছরের শুরুতে একেবারে একান্তে কিছুটা সময় কাটাতেই এ তারকা জুটি বিদেশ যাচ্ছেন। 

যদিও কোথায় হতে যাচ্ছে তাদের থার্টি ফাস্ট সেলিব্রেশন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ভারতের প্রথম সারির এক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সকালে (২৭ ডিসেম্বর) মেয়ে আরাধ্যার হাত ধরে মুম্বাই বিমানবন্দরে হাজির হন ঐশ্বরিয়া।

সঙ্গে ছিলেন আরাধ্যার বাবা বলি অভিনেতা অভিষেক বচ্চন। 

 নতুন বছরের শুরুতে একেবারে একান্তে কিছুটা সময় কাটাতেই দেশ ছেড়েছেন এই তারকা দম্পতি বলে মনে করছেন অনেকে।

এবার দেশের রাইরে নতুন বছর উদযাপন করছেন আরও অনেক তারকাই। 

শুধু অভিষেক ও ঐশ্বরিয়া দম্পতি নয়, স্টার কিড তৈমুরকে নিয়ে সাইফ আলী খান এবং কারিনা কাপুরও ইতিমধ্যে উড়ে গেছেন লন্ডনে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম