Logo
Logo
×

বিনোদন

শুরু হচ্ছে লাকি থার্টিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ পিএম

শুরু হচ্ছে লাকি থার্টিন

'লাকি থার্টিন' নাটোকের একটি দৃশ্য

মোহাব্বত হাওলাদার-এর বিশাল একান্নবতি পরিবার। যার মূলে রয়েছে তার একডজন বিবাহ। সত্তুর বৎসর বয়সী মোহাব্বত হাওলাদারের স্ত্রীদের মধ্যে এখনও তিনজন তার সাথে আছেন।

তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সংসার। বাকীদের কেউ কেউ মারা গেছেন কেউ তাকে ছেড়ে চলে গেছেন।

সর্বশেষ বিয়ে করেছিলেন পনের বছর বৎসর আগে। ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে। এমনকি নাতি নাতনিদের মধ্যেও অনেকের বিয়ের বয়স হয়ে গেছে।

সবার ধারণা হয়েছিল বিয়ে রোগ মনে হয় সেরে গেছে তার। কিন্তু তখনই তিনি হঠাৎ একদিন নতুন একটা বিয়ে করে নিয়ে আসেন।

পাত্রী পাশের গ্রামের অপরূপা সুন্দরী অষ্টাদশী লাকি বেগম। বিয়েকে কেন্দ্র করে শুরু হতে থাকে নানা নাটকিয়তা।

এমনি বিনোদনধর্মী নাটকিয় গল্পে জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক 'লাকি থার্টিন'। নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন -আমিরুল হক চৌধুরী, আনিসুর রহমান মিলন, অহনা, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, শর্মিলা আহমেদ, খালেদা আক্তার কল্পনা, ফারজানা ছবি, ফারুক আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মৈৗসুমি নাগ, নাজিরা মৌ, হুমাইরা হিমু, এনি খান, তানিয়া বৃাষ্টি, আমীন আজাদ, সোহেল খান,  সফিক খান দিলু, মিলি বাসার,  আনন্দ খালেদ সহ আরো অনেকে।                 

নাটকটি আজ থেকে প্রতি রবি, সোম, মঙ্গলবার রাত ১০ টায় আর টিভিতে প্রচারিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম