Logo
Logo
×

বিনোদন

ইউটিউবে শাকিব-মিমের ‘চুম্মা’ (ভিডিও)

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ০৩:১৩ পিএম

ইউটিউবে শাকিব-মিমের ‘চুম্মা’ (ভিডিও)

চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘আমি নেতা হব’ ছবির আরও একটি গান মুক্তি পেল। 

এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শাকিব-মিমের ‘চুম্মা’ নামের গানটি রোববার রাতে রিলিজ দেয়া হয়। গানটিতে শাকিবের সঙ্গে পার্টিতে নেচেছেন বিদ্যা সিনহা মিম। 

চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘আমি নেতা হব’ ছবির গান এই প্রথমবারের মতো শাকিবকে রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে রুপালি পর্দায়। তবে মুক্তির আগেই সাড়া ফেলেছে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের একটি গান। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রী প্রীতম ও জেমি ইয়াসমিন। গীতিকার সুদীপ কুমার দীপের এই গানটিতে কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।

এর আগে ‘আমি নেতা হব’ চলচ্চিত্রের ‘লাল লিপস্টিক’ শিরোনামের আইটেম গানটি প্রকাশ পায়। ওই গানটিও বেশ জনপ্রিয়তা পায়।

এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, ডিজে সোহেল প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম