
সিয়াম ও পূজা।
পোড়ামন-২ ব্যাপক প্রশংসিত হওয়ার পর সিয়াম-পূজা অভিনীত ‘দহন’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর।
মঙ্গলবার ফেসবুকে ‘দহন’ সিনেমার একটি নিউজ শেয়ার করে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ লেখেন ‘দহন-শুভ মুক্তি ১৬ নভেম্বর’
সিয়াম-পূজা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনামাটি পরিচালনা করছেন রায়হান রাফী। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।
সিনেমার গল্প তৈরি হয়েছে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবক এবং পূজা চেরি গার্মেন্টস কর্মী।
‘দহন’ সিনেমা নিয়ে আব্দুল আজিজ বলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি, এটি আমার স্বপ্নের ছবি। আশা করি ছবিটি দারুণ কিছু হবে।
মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে ‘দহন’ ছবির ফাস্ট লুক, প্রমো ও ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। এতে কলকাতার আকাশ সেনের সঙ্গে র্যাম্পে কণ্ঠ দিয়েছেন সিয়াম।