‘অনন্ত প্রেম’ থেকে ‘আম্মাজান’, চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু (ভিডিও)
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০১:২৭ পিএম
![‘অনন্ত প্রেম’ থেকে ‘আম্মাজান’, চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু (ভিডিও)](https://cdn.jugantor.com/assets/news_photos/2018/10/18/image-102235-1539848464.jpg)
ছবিতে আম্মাজান গানের দৃশ্য (বামে) কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু শুধু ব্যান্ড জগতেই দাপিয়ে বেড়াননি, ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেও তুলেছিলেন আলোড়ন।
বাংলা চলচ্চিত্রের গতানুগতিক ধারার গানগুলোর মধ্যে তিনি এনে দিয়েছিলেন তারুণ্যের ছোঁয়া।
সিনেমার গান তার গিটারের বিদ্যুতায়নে দেখেছিল এক নতুন দিগন্ত। ব্যান্ড গানের সঙ্গে যুক্ত করেছিলেন ঢাকাই চলচ্চিত্রকে।
‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ তার বাংলা ছবির অন্যতম একটি জনপ্রিয় গান। এ গানটি দিয়েই প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করেন আইয়ুব বাচ্চু।
গানটিতে তার সহশিল্পী ছিলেন কনক চাঁপা। ছবিতে এ গানের লিপসিংয়ে ছিলেন প্রয়াত অভিনেতা মান্না ও চিত্রনায়িকা মৌসুমী।
সেই সময় শুধু এ গানটি দেখার জন্যই সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন ব্যান্ডপ্রিয় বহু তরুণ।
এর পর দর্শকপ্রিয়তার কারণে চলচ্চিত্রে আরও কয়েকটি গান উপহার দেন আইয়ুব বাচ্চু।
সব গানই পেয়েছে দর্শকপ্রিয়তা। তন্মধ্যে তার ‘আম্মাজান’ গানটি বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি ধরা হয়।
এ ছাড়া বাংলা চলচ্চিত্রে গাওয়া আইয়ুব বাচ্চুর উল্লেখযোগ্য গান হল - ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’, ‘লাল বাদশা’ ছবির ‘আরো আগে কেন তুমি এলে না’, ‘তেজী’ ছবিতে ‘এই জগত সংসারে তুমি এমনই একজন’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, ‘স্বামী আর স্ত্রী’, ‘তোমার আমার প্রেম এক জনমের নই’, ‘মেয়েরা মাস্তান’ ছবিতে ‘ঘড়ির কাঁটা থেমে থাক’, ‘চোরাবালি’ ছবিতে ‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে’ শিরোনামের গান।
আইয়ুব বাচ্চুর গাওয়া প্রথম চলচ্চিত্রের গানটির ভিডিও-
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এ প্রিয় শিল্পী। তার বয়স হয়েছিল ৫৬ বছর।