
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম
২০ দিনেই নেটফ্লিক্সের সর্বকালের সেরা সিরিজের তালিকায় ‘এডোলেসেন্স’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ পিএম

আরও পড়ুন
নেটফ্লিক্সের সীমিত সিরিজ ‘এডোলেসেন্স’ প্ল্যাটফর্মের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষার টিভি তালিকায় ৯ নম্বরে স্থান করে নিয়েছে। সিরিজটি মাত্র ১৭ দিনে ৯৬.৭ মিলিয়ন দর্শক সংগ্রহ করেছে। এটি ‘স্ট্রেঞ্জার থিংস ৩’ (৯৪.৮ মিলিয়ন) এবং ‘ব্রিজারটন’ সিজন ২ (৯৩.৮ মিলিয়ন) কে পেছনে ফেলে দেয়।
বর্তমানে সর্বাধিক দেখা হওয়া সিরিজের রেকর্ডধারী ‘স্কুইড গেম’, যখন ইংরেজি ভাষার শো-গুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ‘ওয়েনসডে’।
মার্চ ২৪ থেকে ৩০ তারিখের মধ্যে ‘এডোলেসেন্স’ আবারও ইংরেজি টিভি চার্টে ৩০.৪ মিলিয়ন দর্শক নিয়ে শীর্ষস্থানে অবস্থান করে এবং নেটফ্লিক্সের ৯৩টি দেশে শীর্ষ ১০ তালিকায় স্থান পায়।
এদিকে, শনডা রাইমসের ‘দ্য রেসিডেন্স’ দ্বিতীয় স্থানে ৮.৮ মিলিয়ন দর্শক নিয়ে, এবং নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘মিলিয়ন ডলার সিক্রেট’ ৩.৭ মিলিয়ন দর্শক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
‘এডোলেসেন্স’ চারটি পর্বের একটি মিনি সিরিজ, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্টিফেন গ্রাহাম এবং নবাগত ওয়েন কুপার। এটি পরিচালনা করেছেন ফিলিপ বারান্তিনি।
শো’টি ১৩ মার্চ মুক্তি পায়। এর কাহিনী ১৩ বছর বয়সী জেমি মিলারকে নিয়ে, যে তার সহপাঠী কেটির হত্যা অভিযোগে অভিযুক্ত হয়। জেমির বিচার চলাকালীন শোটি মিলার পরিবারে আবেগময় বিশৃঙ্খলার মধ্যে প্রবাহিত হয় এবং তাদের সিদ্ধান্তের পরিণতি দেখায়।