
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম
ইমাম মাহদীকে নিয়ে মানিকের মিউজিক্যাল ফিল্ম

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:২৬ পিএম

আরও পড়ুন
ইমাম মাহদী বা মাহদী হচ্ছেন ইসলামি পরকালবিদ্যায় চর্চিত একজন মসিহ বা ত্রাণকর্তা, যিনি মন্দ ও অন্যায় থেকে বিশ্বকে পরিত্রাণ দেওয়ার জন্য কিয়ামতের কিছুদিন আগে উপস্থিত হবেন বলে বিশ্বাস করা হয়। তাকে মহানবি মুহাম্মাদ (সা.)-এর বংশধর বলা হয়, যিনি নবি ঈসা (আ.)-এর আগে আবির্ভূত হবেন এবং মুসলিমদের পুরো বিশ্ব শাসনে নেতৃত্ব দেবেন।
যদিও কুরআনে ইমাম মাহদীর বিষয়ে উল্লেখ নেই। তবে হাদিসের কিছু কিতাবে তার উল্লেখ রয়েছে এবং নববি যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তাঁর আগমনের বিষয়টি মুসলিম উম্মাহের মাঝে চর্চিত হয়ে আসছে।
ইমাম মাহাদীকে নিয়ে এবার জীবনমুখী গানের শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিক নতুন মিউজিক্যাল ফিল্ম তৈরি করেছেন। নাম ‘ইমাম মাহদী’। এতে তার সঙ্গে গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমদ-মীনা বশির দম্পতির পুত্র রাজা বশির। গানটির আমিরুল কথা লিখেছেন ও সুর করেছেন মোমেনীন মানিক। ভিডিও নির্মাণ করেছেন কিশোর নীল। এটি প্রকাশ হয়েছে ‘মানিক মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেলে।
এ গানে দুই শিল্পীর পাশাপাশি অংশ নিয়েছে একঝাঁক শিশু শিল্পী। বিশেষ করে গানের ভিডিওটিতে শিশুশিল্পী আরজু মোমেনীন মাশার অভিনয় সবার নজর কেড়েছে।
গানটি প্রসঙ্গে শিল্পী আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘গোটা পৃথিবীজুড়ে ভয়াবহ অস্থিরতা। কোথাও স্বস্তি বা শান্তি নেই। আমরা যারা বিশ্বাসী, তারা অপূর্ব এক রোমান্টিক স্বপ্নে বিভোর থাকি। আশায় থাকি যে, ইমাম মাহাদী আসবেন। তিনি এসে দুনিয়ায় সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা করবেন। সে স্বপ্নের অনুরণন সবার মাঝে ছড়িয়ে দিয়ে মানবতাবাদী সব মানুষের মধ্যে জাগরণ তৈরি করতেই ‘ইমাম মাহাদী’ নির্মাণ করা হয়েছে।’
এদিকে এর আগে কিংবদন্তি শিল্পী নচিকেতার সঙ্গে মানিকের কণ্ঠে ধারণ করা ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’, ‘সকাল হবে কি’ গানের ভিডিও সাড়া জাগিয়েছে। সম্প্রতি তিনি গেয়েছেন ‘তিতুমীর’ সিনেমার গান ‘মায়াটান’। গত ফেব্রুয়ারিতে প্রতিবাদী গান ক্যাটাগরিতে ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’র জন্য মানিক ‘ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪’-এ ভূষিত হয়েছেন।