
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪১ পিএম
অস্কারজয়ী নির্মাতাকে সামরিক ঘাঁটিতে পাশবিক নির্যাতন ইসরাইলের

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম
-67e532ae75b9c.jpg)
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর জন্য অস্কার জেতেন নির্মাতা হামদান বল্লাল। হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা এ অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইসরাইলি দখলদারত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন।
সম্প্রতি ফিলিস্তিনি ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রে ইসরাইলি দখলদারত্ব তুলে ধরা এ নির্মাতা এবার ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। এ বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন নির্মাতা হামদান বল্লাল। তিনি জানান, ফিলিস্তিনের পশ্চিমতীরে অবস্থিত সুসিয়া গ্রামে অভিযান চালায় ইসরাইলি সৈনারা; এ সময় হামদানকে তুলে নিয়ে যায়। তাকে পশ্চিমতীরের সামরিকঘাঁটিতে ফেলে রাখা হয়, চালানো হয় পাশবিক নির্যাতন।
সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরে নির্মাতা বলেন, পুরোটা সময় তার চোখ বাঁধা ছিল। এমনকি বরফের মতো ঠান্ডা হিমঘরে তাকে বন্দি করে রাখা হয়। তার সঙ্গে আরও দুজন ছিলেন। হামদান বলেন, সারারাত ঠান্ডায় কাতরাচ্ছিলাম। সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না। ইসরাইলি সেনারা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল।
এদিকে সংবাদমাধ্যম এপি জানিয়েছে, তাদের সাংবাদিকরা সেই নির্মাতার সঙ্গে আরও দুই ফিলিস্তিনিকে পশ্চিমতীরের ইসরাইলি ঘাঁটি থেকে বের হতে দেখেছেন। এ সময় তাদের মুখে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় দেখা যায়।