ফাইল ছবি
মাহফুজ আহমেদ অভিনীত সিনেমা ‘প্রহেলিকা’ এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। মাহফুজ ও বুবলী জুটির প্রথম সিনেমা এটি। এ ছবির মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড়পর্দায় ফিরছেন এই অভিনেতা।
চয়নিকা চৌধুরী নির্মিত এই ছবি ঘিরে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ‘প্রহেলিকা’ মুক্তির আগে তো আসলে সেটি নিয়ে খুব বেশি প্রশংসার সুযোগ নেই। তবুও ছবিটির সূত্র ধরে পঞ্চমুখ হলেন দুই বাংলার প্রভাবশালী অভিনেত্রী জয়া আহসান। কারণ এ ছবিটিকে ঘিরে তার প্রত্যাশা অনেক।
এদিকে গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ‘প্রহেলিকার’ জন্য ইতিবাচক বার্তা দিলেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সিনেমার কুশলী, শিল্পী সবার জন্য অনেক শুভ কামনা। সিনেমাটির একটা বিশেষ ব্যাপার আছে আমার কাছে, আমার খুব প্রিয় একজন মানুষের বড়পর্দায় ফের আগমন হচ্ছে, মাহফুজ আহমেদ। আমি সিনেমার যা ক্লিপস দেখেছি, গান দেখেছি, মাহফুজের লুক খুবই ব্যতিক্রম। আমরা যে মাহফুজ আহমেদের সঙ্গে পরিচিত, তার থেকে অনেক দূরে সরে গিয়ে একটি চরিত্র। এতে আমার কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এই সিনেমাটি বড় পর্দায় দেখব।’
এই সংসদ সদস্য শুধু মাহফুজ আহমেদ নয়, বুবলীকে নিয়েও প্রশংসা করেন। তিনি বলেন, সিনেমাটিতে এখনকার সময়ের খুব নামকরা অভিনেত্রী বুবলী আছে। বুবলীরও যে মেকআপ-গেটআপ দেখলাম বা যতটুকু অভিনয় দেখলাম, সচরাচর আমরা বুবলীকে যেভাবে দেখি তার থেকে খুব ভিন্নভাবে তাকে নির্মাতা উপস্থাপন করেছেন। মাহফুজ-বুবলীকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে।’
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গান ও গানের চিত্রায়ণ খুবই দৃষ্টিনন্দন। আশা করছি, পুরো সিনেমাটি এ রকমই ভালো হবে। প্রহেলিকার জন্য শুভ কামনা। যেহেতু ঈদের ছবি, আশা করি দর্শক হলে গিয়ে দেখবে।’
মাহফুজ আহমেদ ও বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।