
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
সাউথজার্সিতে আওয়ামী লীগের বিজয় উদযাপন

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:১১ পিএম

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছে সাউথ জার্সিমেট্রো আওয়ামী লীগ।
এ উপলক্ষে নিউজার্সি অঙ্গরাজ্যের এগ হারবার সিতে ৩০ ডিসেম্বর, রবিবার বিজয় সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে বিজয় সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, কামাল হোসেন, কাঞ্চন বল, আহসান হাবীব, পলাশ চৌধুরী, আবুল হোসেন, অভিজিত চৌধুরী লিটন, শহীদ খান, রতন ভট্টাচার্য, রওশনউদদীন প্রমুখ।
বিজয় সমাবেশের শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনকালীণ সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বক্তারা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটানা তিনবার বিজয়ী হওয়ায় তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, উন্নয়নশীল দেশের যাত্রাপথে উন্নয়নের জোয়ারে ভর করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ।
বক্তারা বলেন, দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই নৌকা মার্কাকে জয়ী করেছেন ভোটাররা।
বক্তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে আগামী পাঁচ বছরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।