রাজশাহীতে হাতপাখার রেকর্ড
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ এএম
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২ ভোট।
অন্য আসনগুলোর তুলনায় রাজশাহীতে ভোট প্রাপ্তিতে রেকর্ড গড়েছে হাতপাখা। এ আসনে ভোটার ছিলেন ৩ লাখ ৪২ হাজার ৯৮ জন। ভোটগ্রহণ হয়েছে এখানকার ১০৭ কেন্দ্রে।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৯৮ ভোট। এ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল মান্নান (হাতপাখা) ৬৭৯ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আফজাল হোসেন (মই) পেয়েছেন ৩৪৮ ভোট।
রাজশাহী-২ (সদর) আসনে নৌকা প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফজলে হোসেন বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মিজানুর রহমান মিনু পেয়েছেন এক লাখ ৩ হাজার ৩২৭ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়সাল হোসেন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ১২৯ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন নৌকা প্রতীকে ২ লাখ ১১ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৮০৬ ভোট পেয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক (নৌকা) প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ডা. মনসুর রহমান নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।