Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

শেরপুর-২ ও ৩: বিএনপির ২ প্রার্থীর ভোট বর্জন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ পিএম

শেরপুর-২ ও ৩: বিএনপির ২ প্রার্থীর ভোট বর্জন

ছবি: যুগান্তর

বিএনপি মনোনীত ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের প্রার্থী ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের গেটে সাংবাদিকদের ডেকে নিয়ে তারা বর্জনের সিদ্ধান্ত ঘোষণা দেন। 

সারা রাত ধরে ব্যালটে সিল মারা, এজেন্টদের বের করে দেয়া, নানা ধরনের কারচুপি, নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই।  এ অভিযোগসহ দলের নেতাকর্মীদের এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিএনপির ওই দুই প্রার্থী ভোট বর্জন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত, ২০-দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা নির্বাচনে ইচ্ছেমতো সিল মারা হচ্ছে ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনলেও তিনি বর্জনের ঘোষণা দেননি। কেন্দ্র থেকে দিকনির্দেশনা পেলে তিনিও নির্বাচন বর্জন করবেন বলে জানান। 

ভোট কারচুপির নানা অভিযোগ জানানোর জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য এলেও তাদের পুলিশ গেটেই আটকে দেয় বলে বিএনপি প্রার্থীরা অভিযোগ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম