Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নওগাঁয় ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০২:১১ পিএম

নওগাঁয় ১ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল

ছবি: যুগান্তর

নওগাঁয় পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভোটগ্রহণ ১ ঘণ্টা বন্ধ ছিল।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে নওগাঁ-৫ সদর আসনের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত এসে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ভাঙচুর করে। এতে ভোটারদের মধ্যে আতঙ্কে বিরাজ করলে ভোটাররা পালিয়ে যায়। এতে ভোটগ্রহণ বন্ধ করা হয়। 

পরে পুলিশ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ভোটের পরিবেশ শান্ত হয়। প্রায় ১ ঘণ্টা পর আবারও ভোটগ্রহণ শুরু হয়। ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান এবং পুলিশ সুপার ইকবাল হোসেন পরিদর্শন করেন।

নওগাঁ সদর থানার ওসি আবদুল হাই বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিবেশ শান্ত হয়। ভোটগ্রহণ চলছে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, কিছুটা সমস্যা হলেও পরে ঠিক হয়ে যায়। বর্তমানে ভোটগ্রহণ চলছে। কোনো সমস্যা হচ্ছে না।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম