Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোট সুষ্ঠু হলে জয়ী হব: হিরো আলম

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ এএম

ভোট সুষ্ঠু হলে জয়ী হব: হিরো আলম

হিরো আলম। ফাইল ছবি

সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার সকালে ভোট দেয়ার পর যুগান্তরকে তিনি বলেন, এমনিতে সমস্যা নেই। ভোট চলছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের বের করে দেয়ার কথা শুনছেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও তা খারিজ হয়ে যায়। হাইকোর্টে রিট করে গত ১০ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি। 

হাইকোর্টের দেয়া আদেশে প্রতীক বরাদ্দ প্রদানে ব্যবস্থা নেয়ার জন্য ইসিকে নির্দেশনা দেয়া হয়েছিল। পর দিন আদালতের আদেশের সত্যায়িত অনুলিপিসহ সিংহ প্রতীক বরাদ্দ চেয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট আবেদন করেন।

পরে তাকে সিংহ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম