Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাগেরহাট - ২: প্রার্থী হিসেবে প্রথম ভোট দিলেন শেখ তন্ময়

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬ এএম

বাগেরহাট - ২: প্রার্থী হিসেবে প্রথম ভোট দিলেন শেখ তন্ময়

ভোট দিচ্ছেন শেখ তন্ময়। ছবি: যুগান্তর

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জীবনের প্রথম ভোট দিলেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

রোববার সকাল ৮টা ৫ মিনিটে বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যামিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময় উপস্থিত সাংবাদিকদের জানান, বাগেরহাট- ২ সংসদীয় আসনে শান্তিপূর্নভাবে ভোট হচ্ছে।

ভোট কেন্দ্রের প্রতিটি বুথের সামনে ভোটারদের লম্বা লাইন দেখিয়ে তিনি বলেন, ভোটাররা স্বত:স্ফুত ভাবে সকালেই ভোট কেন্দ্রে এসেছে।  

পরে তিনি বাগেরহাট ও কচুয়া নির্বাচনী এলাকা বাগেরহাট ২ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হয়।

ভোটযুদ্ধে বিজয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শেখ তন্ময় ভোটারদের নির্ভয়ে বিকাল ৪টার মধ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

এসময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম