Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

‘কাফনের কাপড় নিয়ে হাতপাখার কর্মীরা কেন্দ্রে থাকবেন ইনশাআল্লাহ’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ এএম

‘কাফনের কাপড় নিয়ে হাতপাখার কর্মীরা কেন্দ্রে থাকবেন ইনশাআল্লাহ’

ছবি: সংগৃহীত

‘কাফনের কাপড় নিয়ে কেন্দ্রে থাকবেন হাতপাখার কর্মীরা। আমরা আগেই বলেছিলাম-দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ইতোমধ্যে তা জনগণ বুঝতে পেরেছে। যদি ভোট কারচুপির ইচ্ছা থাকে, তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল?’

শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিবৃতিতে ভোটারদের উদ্দেশ্যে হাতপাখার প্রার্থী বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। যদি কেউ এতে বিঘ্নতার সৃষ্টি করে, তাদের সমুচিত জবাব দেয়ার ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ। আমার হাতপাখার নেতাকর্মীরা ইতিপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য কাফনের কাপড় সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, যদি আওয়ামী লীগের ভোট কারচুপির ইচ্ছা থাকে, তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল? ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা থাকলেই তো হতো।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম