পটুয়াখালী-২: প্রবীণের মুখোমুখি নবীন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ এএম
আ স ম ফিরোজ ও সালমা আলম। ছবি: সংগৃহীত
পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও চিফ হুইপ আ স ম ফিরোজের মুখোমুখি হয়েছেন বিএনপির নতুন মুখ সালমা আলম।
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এ কারণে এ আসনে আ স ম ফিরোজের অবস্থান খুবই শক্ত।
অন্যদিকে এ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার। দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার কারণে তার স্ত্রী সালমা আলমকে মনোনয়ন দেয় বিএনপি।
নির্বাচনী তফসিল ঘোষণা পর থেকেই ব্যাপক নির্বাচনী প্রচার চালাচ্ছেন আ স ম ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা। আর প্রতীক বরাদ্দের পর আটঘাট বেঁধে নেমেছেন মিছিল-মিটিং ও সভা-সমাবেশসহ বিভিন্ন প্রচারে।
অন্যদিকে বিএনপিও তাদের প্রচার চালাচ্ছে নীরবে ও ধীরগতিতে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, বিভিন্ন হামলা-মামলা ও আটকের ভয়ে তারা প্রকাশ্যের চেয়ে নীরবে প্রচার করছেন বেশি।
তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, এ উপজেলায় বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। এটি তাদের দুর্বলতা ঢেকে রাখার অপকৌশল।
এই প্রধান দুটি দল ছাড়াও এ আসনে নির্বাচনী মাঠে আছেন ইসলামী আন্দোলনের মো. নজরুল ইসলাম (হাতপাখা) ও কমিউনিস্ট পার্টির সাহাবুদ্দিন আহমেদ (কাস্তে)।