Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সিরাজগঞ্জ-৩: বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ১৫

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:২০ এএম

সিরাজগঞ্জ-৩: বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ১৫

বিএনপি-আ’লীগ সংঘর্ষ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী গণসংযোগ চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ সময় বিএনপির দলীয় কার্যালয় ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ধানগড়া বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল বাতেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব আলী, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদল কর্মী সাদী, হৃদয়, হেদায়েত, লিটন, মোকাদ্দেস, হীরা, আলম, নবী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-আমিনসহ ১১ জন আহত হয়েছেন। 

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আইনুল হক জানান, উপজেলা রিটার্নিং অফিসার ও থানার ওসির অনুমতি নিয়ে সকালে ধানগড়া বিএনপি কার্যালয়ের সামনে দলীয় প্রার্থী মান্নান তালুকদারের নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। পথসভার শেষে আব্দুল মান্নান তালুকদার ধানগড়া বাজারে গণসংযোগ শুরু করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় অতর্কিত হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১১ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

এছাড়া হামলাকারীরা দলীয় কার্যালয়ের বেশ কয়েকটি বেঞ্চ, চেয়ার, টেবিল ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিনসহ ৪ জন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
রায়গঞ্জ থানার ওসি পঞ্চানন্দ সরকার বলেন, একই এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির দুটি সভা চলছিল। এ সময় বিএনপি তাদের সভা শেষে গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম