Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ আটক

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৮, ০৬:৩১ এএম

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ আটক

ধানের শীষের প্রার্থী আবু সাঈদ আটক। ছবি: যুগান্তর

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে পুলিশ আটক করেছে। 

শুক্রবার সকালে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, জামায়াত প্রার্থী আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেন ওরফে মুহাদ্দিস আবু সাঈদের বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে। 

এর একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলেও পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। এ কারণে তার সেই জামিন বাতিল হয়ে গেছে। 

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শুক্রবার সকালে আবু সাঈদ মো. শাহাদাৎ হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পেইন্ডিং নাশকতা মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। 

যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম