জাতীয় ঐক্যফ্রন্টের ১৪ প্রতিশ্রুতি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ এএম
জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন। ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এ ইশতেহার ঘোষণা করা হয়।
নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিকদের নিরাপত্তাসহ ১৪ প্রতিশ্রুতি দিয়েছে ঐক্যফ্রন্ট।
প্রতিশ্রুতিগুলো হল-
# জাতীয় ঐক্যগড়া
# প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা
# মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের নিরাপত্তা বিধান।
# নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি।
# পর পর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না।
# ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে।
# প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না।
# প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।
# দেশের সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে।
# পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া চাকরিতে প্রবেশের জন্য কোনো বয়সসীমা থাকবে না এবং সরকারি চাকরিতে শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না।
# সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করা হবে।
# বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে।
# পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে।
# অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে এবং পাচারকৃত অর্থ ফেরত আনা হবে।