Logo
Logo
×

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নেত্রকোনা-১: মনোনয়নের পক্ষ-বিপক্ষ নিয়ে আ'লীগের দু’গ্রপের সংঘর্ষ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:২৪ পিএম

নেত্রকোনা-১: মনোনয়নের পক্ষ-বিপক্ষ নিয়ে আ'লীগের দু’গ্রপের সংঘর্ষ

মনোনয়নের পক্ষ-বিপক্ষ নিয়ে আ'লীগের দু’গ্রপের সংঘর্ষ। ছবি: যুগান্তর

নেত্রকোনা ১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়া ও না পাওয়ায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ছাত্রলীগ নেতা কলমাকান্দা ছত্রংপুর গ্রামের খাইরুল ইসলাম।

সোমবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোনা ১ আসনে আওয়ামী লীগ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন পান মানু মজুমদার। এ মনোনয়নের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন এ আসনের মনোনয়নবঞ্চিত প্রার্থীর একদল সমর্থক। ওই মিছিল ঠেকাতে মানু মজুমদারের সমর্থকরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলমাকান্দা থানার ওসি মাজহারুল করীম এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি আওয়ামী লীগের ঘরোয়া বিষয়। পরবর্তীতে বিস্তারিত খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম