Logo
Logo
×

সম্পাদকীয়

অটোরিকশাচালকদের অবরোধ, নৈরাজ্য রোধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অটোরিকশাচালকদের অবরোধ, নৈরাজ্য রোধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে

মিটারে না চললে জরিমানাসংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রজ্ঞাপন বাতিলসহ বিভিন্ন দাবিতে রোববার সকালে আন্দোলনে নেমেছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। রাজধানীর বিভিন্ন সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। অবরোধের কারণে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে নগরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। অবরোধ চলাকালে ‘মিটারে না চললে জরিমানা’ সম্পর্কিত বিআরটিএ’র সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হলে তারা সড়ক ছেড়ে দেন।

বস্তুত সিএনজিচালিত অটোরিকশাচালকরা কখনোই মিটারে বেবিট্যাক্সি চালান না বা নির্ধারিত ভাড়ার হার মানেন না। তারা যাত্রীদের ইচ্ছা অনুযায়ী গন্তব্যে যেতেও রাজি হন না। সিএনজিচালিত অটোরিকশারচালকদের অভিযোগ-মালিকরা কখনোই নির্ধারিত জমার হার মানেন না। গত বছর গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং তৎকালীন সেতুমন্ত্রী অটোরিকশার মালিক ও চালকদের নৈরাজ্য টিকিয়ে রাখার সুযোগ দিয়েছিলেন। বর্তমান সরকার নৈরাজ্য দূর করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু অটোরিকশার চালক ও মালিকরা মানুষকে জিম্মি করায় কর্তৃপক্ষকে পিছু হটতে হলো।

বস্তুত রাজধানীতে আধুনিক গণপরিবহণ না থাকার কারণেই সিএনজিচালিত অটোরিকশার ওপর যাত্রীদের নির্ভরতা বেড়েছে। এ সুযোগে অটোরিকশার চালক ও মালিকরা বেসামাল হয়ে উঠেছেন। রাজধানীর এ সংকট বেশ পুরোনো। দুঃখজনক হলো, দীর্ঘ সময় ধরে চলমান এ সমস্যার সমাধানে অতীতে সরকারকে আন্তরিক হতে দেখা যায়নি। অধিকাংশ বাসেই বহু যাত্রীর বসার জায়গা থাকে না। এমন পরিস্থিতিতে যাত্রীরা বাধ্য হয়ে অটোরিকশার ওপর নির্ভর করেন। অব্যাহত মূল্যস্ফীতির কারণে দেশের সাধারণ মানুষ বহুদিন ধরে হাঁসফাঁস করছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন যদি যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাবদ বাড়তি টাকা গুনতে হয়, তাহলে তাদের টিকে থাকার উপায় কী? সড়কে চলমান নৈরাজ্যের কারণে রাজধানীবাসীকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয়। দুঃখজনক হলো, সড়কজুড়ে বিরাজমান বিশৃঙ্খলার অবসানে কর্তৃপক্ষের উদ্যোগ একেবারেই দৃশ্যমান নয়। মিটারে না চললে জরিমানাসংক্রান্ত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের প্রজ্ঞাপন যাত্রীদের কিছুটা আশাবাদী করে তুলেছিল। এ প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে প্রকারান্তরে সড়কে নৈরাজ্য সৃষ্টিকারীদের উৎসাহিত করা হলো। রাজধানীসহ সারা দেশে সড়কের নৈরাজ্য দূর করে মানসম্মত গণপরিবহণ নিশ্চিত করতে হবে। সড়কে বিরাজমান বিশৃঙ্খলার অবসানে কর্তৃপক্ষ কঠোর না হলে নৈরাজ্য আরও বাড়বে, এতে কোনো সন্দেহ নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম