Logo
Logo
×

সম্পাদকীয়

গাড়িবিলাস, নাকি প্রয়োজন?

অপচয়রোধে কার্যকর পদক্ষেপ কাম্য

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাড়িবিলাস, নাকি প্রয়োজন?

ডলার সংকট মোকাবিলা, বৈদেশিক ঋণ পরিশোধ, রিজার্ভ বৃদ্ধির মতো নানা লক্ষ্য পূরণে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি করের বোঝা। মূল্যস্ফীতির এ সময়ে করের এ চাপ স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটালেও মানুষ সুন্দর ভবিষ্যতের আশায় তা মুখ বুজে মেনে নিয়েছে। কারণ বিগত সরকারের পতনের পর দেশে চলছে সংস্কার প্রক্রিয়া। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন কর্মসূচিও চলছে। কিন্তু পরিতাপের বিষয়, জনপ্রশাসনের মতো সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে সংস্কারের সেই ছোঁয়া এখনো লাগেনি। রোববার যুগান্তরের খবরে প্রকাশ, সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন কর্মসূচির মধ্যেও ৫০টি জিপ গাড়ি কেনা হচ্ছে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য, যার প্রতিটির মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা।

জানা যায়, কৃচ্ছ্রসাধন কর্মসূচির আওতায় গাড়ি কেনা বন্ধ থাকলেও সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডিসি ও ইউএনওদের জন্য ২০০ গাড়ি কেনার অর্থ চেয়ে প্রস্তাব পাঠানো হয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে, যে প্রস্তাবে অর্থ সচিব অনুমোদনও দিয়েছেন। অর্থ উপদেষ্টা বর্তমান দেশের বাইরে থাকায় ফাইলটি অনুমোদনের অপেক্ষায় আছে। সংশ্লিষ্ট সূত্রমতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা, মন্ত্রী ও সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সম্প্রতি ৫০টি জিপ গাড়ি কেনা হয়। প্রাধিকার ভিত্তিতে উপদেষ্টাদের গাড়ি কেনা হলেও শর্ত শিথিলের সুযোগ নিয়ে এখন ডিসি ও ইউএনওদের গাড়ি কেনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে যেখানে ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে এ গাড়ি কেনা নিয়ে নতুন চাপ তৈরি হয়েছে।

দেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন গাড়ি ক্রয়ের এমন উদ্যোগের খবর উদ্বেগজনক বৈকি। ভুলে গেলে চলবে না, দেশে এখনো ডলার সংকট চলছে। দেশের অর্থনীতির স্বার্থে ঋণ নেওয়ার জন্য জনস্বার্থকে আঘাত করে হলেও আইএমএফের শর্ত মেনে জনগণের ওপর চাপানো হয়েছে করের বাড়তি বোঝা। শোধ করতে হচ্ছে বিদেশি ঋণের সুদও। এমন অবস্থায় জনগণের টাকা খরচ করার ক্ষেত্রে সরকারকে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত বলে মনে করি আমরা। বছর বছর নতুন মডেলের গাড়ি পালটানোর মতো বিলাসিতার পথে না হেঁটে, কীভাবে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে জনসেবা করা যায়, সেদিকেই সরকারের কর্মী তথা জনগণের সেবকদের নজর দেওয়া উচিত। সরকারের সব কর্মকাণ্ডে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এটাই প্রত্যাশা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম