Logo
Logo
×

সম্পাদকীয়

শিল্প-ব্যবসার অগ্রগতি জরুরি

বাধাগুলো দূর করার পদক্ষেপ নিন

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিল্প-ব্যবসার অগ্রগতি জরুরি

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা বলেছেন, তারা ব্যবসার পরিবেশের দ্রুত উন্নতি চান। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়েও তারা উদ্বিগ্ন। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক সেমিনারে শিল্পাঞ্চলে নিরাপত্তা, নীতিমালা সংস্কার এবং সুদের হার কমানোর দাবিও জানান ব্যবসায়ীরা। সেমিনারে বক্তারা বলেন, কোভিড-পরবর্তী সময় থেকেই দেশের বিনিয়োগকারীদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে শিল্প-কারখানায় অসন্তোষ উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বস্তুত উচ্চমূল্যস্ফীতিসহ নানা কারণে ভোক্তাদের চাহিদা কমছে। তারল্য সংকট, ডলার সংকটসহ বিভিন্ন সংকট দেশের অর্থনীতিতে নানা মাত্রায় প্রভাব ফেলছে। এদিকে ঋণের উচ্চ সুদের হার নিয়ে উদ্যোক্তারা বিশেষভাবে চিন্তিত। ব্যবসায়ী ও উদ্যোক্তারা মনে করেন, সুদের হার কমাতে সরকারকে উদ্যোগী হতে হবে। বস্তুত ঋণখেলাপি সংস্কৃতি, অর্থ পাচারের কারণে দেশের ব্যাংক খাত বিশেষভাবে রুগ্ণ হয়ে পড়েছে। কাজেই খেলাপি ঋণ আদায়ে এবং অর্থ পাচার রোধে কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নিতে হবে। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কারণে যাতে বিনিয়োগ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার জন্য যা যা করণীয় সবই করতে হবে।

বস্তুত ব্যবসার পরিবেশের ওপর অনেক কিছু নির্ভর করে। কাজেই দেশের অর্থনীতির স্বার্থে সবার আগে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে হবে। বিগত সরকারের আমলে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার নানা আশ্বাস দিয়েছিল। কিন্তু দেশে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি। এর বড় এক কারণ ছিল ব্যাংক খাতের বিশৃঙ্খলা। দেশের অর্থনীতির স্বার্থে এমন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যাতে ব্যাংকের ভালো গ্রাহকরা পুরস্কৃত হবেন এবং খারাপ গ্রাহকরা দণ্ডিত হবেন। ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হয়। ঘুস, দুর্নীতি, চাঁদাবাজি এসব কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ে। পণ্যের উৎপাদন খরচ বাড়লে দেশীয় বিনিয়োগকারীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। কাজেই দেশের সব স্তরে সব ধরনের অনিয়ম বন্ধ করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। উদ্যোক্তারা যাতে আগ্রহসহ বিনিয়োগ করতে এগিয়ে আসেন দেশে তেমন পরিবেশ সৃষ্টি করতে হবে। সব বাধা দূর করে দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে, এটাই আমাদের প্রত্যাশা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম