সুপ্রিমকোর্ট বার নির্বাচন
দু’দিনে ভোট পড়েছে ৬১৩৫

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সালের কার্যকরী কমিটির দু’দিনব্যাপী (১৩ ও ১৪ মার্চ) নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬ হাজার ১৩৫টি ভোট পড়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৩ হাজার ১৬৫ জন এবং বুধবার ২ হাজার ৯৭০ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ভোটার ছিলেন ৭ হাজার ৮২৫ জন। রাতে ভোট গণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪৪টি বুথে আইনজীবীরা ভোট দেন। নির্বাচনে সম্পাদকীয় পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনসহ ১৪টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে আরো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেশ চন্দ্র দাশ যুগান্তরকে জানান, আইনজীবী সমিতির নির্বাচনে দু’দিনে ৬ হাজার ১৩৫টি ভোট পড়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৩ হাজার ১৬৫ জন এবং বুধবার ২ হাজার ৯৭০ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ভোটার ছিলেন ৭ হাজার ৮২৫ জন। বৃহস্পতিবার রাত ১০টার পরে ভোট গণনা শুরু হবে। ফলাফল ঘোষণা করতে ভোর হতে পারে। বিএনপি- জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের সভাপতি হিসেবে সাবেক সভাপতি আবদুল জামিল (এজে) মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহাবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সহ-সভাপতি পদে আবদুল জব্বার ভূঁইয়া এবং আবদুল বাতেন। কোষাধ্যক্ষ পদে ইমাম হোসেন। সহ-সম্পাদক পদে যথাক্রমে মোহাম্মদ মুজিবুর রহমান এবং শরীফ ইউ আহম্মেদ। এছাড়াও এ প্যানেলের সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন অ্যাডভোকেট রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, শাফিউর রহমান, শরীফ উদ্দিন রতন, মোহাদ্দেস উল ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলি।
অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী হিসেবে সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সম্পাদকীয় পদে মনোনীত প্রার্থীরা হলেন বিভাস চন্দ্র (সহ-সভাপতি), জসিম উদ্দিন (সহ-সভাপতি), সৈয়দ আলম টিপু (কোষাধ্যক্ষ), মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (সহ-সম্পাদক) এবং কাজি শামসুল হাসান শুভ (সহ-সম্পাদক)। সদস্য পদে ৭ জন হলেন- মোহাম্মদ জগলুল কবির, মশিউর রহমান, শামীম সরদার, আফিয়া আফরোজি রানী, আওলাদ হোসেন, হুমায়ূন কবির ও চঞ্চল কুমার বিশ্বাস।