Logo
Logo
×

অন্যান্য

টানা আট দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

টানা আট দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

টানা আট দফায় কমানোর পর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১৫৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়েছে।  তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে এ দাম কার্যকর করা হবে।

এর আগে অষ্টম দফায় সোনার দাম কমানো হয়। এরমধ্যে ২৩ এপ্রিল তিন হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৯ এপ্রিল ১১৫৫ টাকা, ৩০ এপ্রিল ৪২০ টাকা ও সর্বশেষ ৩ মে সোনার ভরিতে ১৮৭৮ টাকা কমায় বাজুস। টানা ৮ দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়।

টানা ৮ দফা কমানোর পর এখন ফের সোনার দাম বাড়াল বাজুস। আজ (৪ মে) সোনার নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা।

২১ ক্যারেটের সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৩ টাকা। এতে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৬৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম বাড়ানো হয়েছে ৭১২ টাকা। এতে এই মানের এক ভরি সোনার দাম পড়বে ৭৪ হাজার ৯৮৮ টাকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম