Logo
Logo
×

অন্যান্য

বাণিজ্য মেলা আরও পেছাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

বাণিজ্য মেলা আরও পেছাল

ফাইল ছবি

আন্তর্জাতিক বাণিজ্য মেলার তারিখ আরও পেছানো হয়েছে। নতুন সরকারের দায়িত্বগ্রহণ ও অন্যান্য কারণে আরও কয়েক দিন পিছিয়ে আগামী ২০ অথবা ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে ১৫ জানুয়ারি শুরুর পরিকল্পনা ছিল।

রোববার দুপুরে ইপিবি সচিব বিবেক সরকার বলেন, ১৫ তারিখ মেলা শুরু করার এখন আর সময় নেই। ইতোমধ্যে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে, মন্ত্রিপরিষদও গঠিত হয়েছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আজ দায়িত্ব নিয়েছেন। আশা করছি, দুই-একদিনের ভেতর ডেট ফাইনাল হয়ে যাবে।

সচিব আরও বলেন, এখন পর্যন্ত আমরা ২০ থেকে ২১ তারিখের ভেতরে মেলাটি অনুষ্ঠিত হবে মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠিয়েছি। সরকারপ্রধান যখনই সময় দেবেন, তখনই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম