
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ এএম
টাকা ফেরত চেয়ে মানববন্ধন পদ্মা ব্যাংকের আমানতকারীদের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৩ এএম

আরও পড়ুন
গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জমানো টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন ব্যাংকটির অন্তত এক ডজনেরও বেশি আমানতকারী। মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন করেন তারা।
গ্রাহকরা টাকা ফেরতের দাবির পাশাপাশি ব্যাংকের এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সাবেক চেয়ারম্যান চেৌধুরী নাফিজ সরাফাতকে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানান তারা।
পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহার সঙ্গে এ বিষয়ে কথা বলার চষ্টো করলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। তবে ব্যাংকটির ডিএমডি ড. ইমতিয়াজ উদ্দিনকে মুঠোফোনে পাওয়া গেলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আমানতকারী ফয়সাল যুগান্তরকে বলেন, ‘পদ্মা ব্যাংকে আমার ৩২ লাখ টাকার বেশি ছিল। গত এক বছরে ২ লাখ টাকার কিছু বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও পাওনা ৩০ লাখ টাকার মতো। ব্যাংক কোনো টাকা দিতে পারছে না। তাই টাকা ফেরত চেয়ে মঙ্গলবার আমিসহ ১৬ জন আমানতকারী মানববন্ধন করেছি।’
তিনি অভিযোগ করে বলেন, আমাদের টাকা পরিশোধ না করে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আত্মীয়-স্বজনের টাকা আগে পরিশোধ করছেন। এটা মোটেও ঠিক নয়।
এই আমানতকারী আরও বলেন, ‘মানববন্ধন শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পদ্মা ব্যাংকের এমডি, ডিএমডির সঙ্গে সাক্ষাৎ করেছি। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি এর মধ্যে টাকা না দেন তবে কোরবানির ঈদের আগে আবার আসব।’