Logo
Logo
×

অর্থনীতি

কাল ঢাকায় জাকাত মেলা শুরু

বছরে লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব: সিজেডএম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

বছরে লাখ কোটি টাকা জাকাত আদায় সম্ভব: সিজেডএম

প্রতিবছর দেশে এক লাখ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই অর্থ দিয়ে দেশের খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা ১ কোটি ৮৭ লাখ মানুষকে জনপ্রতি ৫৩ হাজার ৪৭৫ টাকা করে দেওয়া যাবে। ফলে কেউ আর খাদ্যের অভাবে থাকবে না। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাকাত মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। কাল শনিবার ঢাকায় দুইদিনব্যাপী জাকাত মেলা শুরু হওয়ার কথাও বলা হয়। 

রাজধানীর গুলশান তেজগাঁও রোডের আলোকি কনভেনশন হলে সিজেডএম এই মেলার আয়োজন করছে। 

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, সংগঠনটির নির্বাহী পরিষদের আহ্বায়ক ও রহিম আফরোজ গ্রুপের পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মুহাম্মদ জাকারিয়া হোসেন। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলা চলাকালীন সাতটি অধিবেশন হবে। এতে অতিথি হিসাবে থাকবেন- ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতুক ড. মোহাম্মদ গাজালি নুর, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম নুরুদ্দীন খান প্রমুখ।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম