Logo
Logo
×

অর্থনীতি

বিস্কুট-কেকের ওপর ভ্যাট কমাল এনবিআর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

বিস্কুট-কেকের ওপর ভ্যাট কমাল এনবিআর

মেশিনে প্রস্তুত ও হাতে বানানো বিস্কুট ও কেকের ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক্ষেত্রে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এর আগে ৯ জানুয়ারি বিস্কুট ও কেকের ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। ফলে ভ্যাটের হার কমানো হলেও তা আগের জায়গায় আসেনি। আগের চেয়ে ভ্যাটের হার কিছুটা বাড়তি রাখা হয়েছে। 

এদিকে ভ্যাট বাড়ানো হলেও গত দেড় মাসে প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বিস্কুট-কেকের দাম বাড়ায়নি। বরং তারা ভ্যাটের হার কমানোর জন্য এনবিআরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এনবিআর ভ্যাট হার কমানোর সিদ্ধান্ত নেয়। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, মেশিনে প্রস্তুত বিস্কুট, হাতে তৈরি বিস্কুট (প্রতি কেজি ২০০ টাকার বেশি) এবং কেকের (প্রতি কেজি ৩০০ টাকার বেশি) উপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হবে। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম