Logo
Logo
×

অর্থনীতি

আপেলসহ তাজা ফলের শুল্ক-কর কমানোর সুপারিশ

Icon

যুগান্তর প্রতিবেদন ও কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০ পিএম

আপেলসহ তাজা ফলের শুল্ক-কর কমানোর সুপারিশ

আসন্ন রমজান মাসে ফলের দাম ভোক্তা সহনীয় রাখতে আপেল, কমলা, আঙুর, নাশপাতি, আনারসসহ তাজা ফলে আরোপিত শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে কমিশন এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। চিঠির অনুলিপি অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। 

ট্যারিফ কমিশন মনে করছে, ডলারের মূল্যবৃদ্ধি ও শুল্ক-কর বাড়ানোর কারণে আমদানি করা তাজা ফলের দাম বেড়ে যাওয়ায় তা ভোক্তার ওপর অসহনীয় চাপ সৃষ্টি করেছে। এর মধ্যে সম্প্রতি তাজা ফল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে এনবিআর। তাই কমিশন তা আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। 

এছাড়া তাজা ফল আমদানিতে অগ্রিম কর ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক যৌক্তিক করারও সুপারিশ করা হয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, শুল্ক-কর কমানোর জন্য ট্যারিফ কমিশনের সুপারিশের বিষয়ে বিবেচনা করা হচ্ছে।

তাজা ফলে আমদানি শুল্ক প্রত্যাহার দাবি: তাজা ফল আমদানির ওপর রাজস্ব বোর্ড আরোপিত উচ্চ শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। 

বৃহস্পতিবার পুরান ঢাকার বাদামতলী ফলপট্টির একটি মার্কেটে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস ও সদস্য নাজিমউদ্দীন। 

সিরাজুল ইসলাম বলেন, উচ্চ শুল্কে কারনে গত কয়েক বছর ধরে তাজা ফল আমদানি উলে­খযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। তাজা ফল আমদানি করলে ৬ ধরনের শুল্ক দিতে হয়। শুল্ক হার এত বেশি যে ৮৬ টাকায় কোন ফল কিনলে সবমিলিয়ে সেটার শুল্ক দিতে হয় ১২০ টাকা। এরপর সেটা খুচরা পর্যায়ে বিক্রি করতে গেলে দাম আরও বেড়ে যায়। 

সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুল্ক-কর কমানোর সুপারিশ করলেও সেটা এখনো বাস্তবায়ন করা হয়নি। যার প্রভাব পড়বে রোজার মাসে। এ অবস্থায় আমরা তাজা ফলের ওপর আরোপিত উচ্চ শুল্কহার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম