Logo
Logo
×

অর্থনীতি

টেক্সটাইল মেশিনারি মেলার উদ্বোধন

দুর্নীতি কমায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

দুর্নীতি কমায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

ছবি: যুগান্তর

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এসকে বশির উদ্দিন বলেছেন, পূর্ববর্তী (আওয়ামী লীগ) সরকারের জ্বালানি ক্রয় সংক্রান্ত চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বেড়েছে। তবে বর্তমানে দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে। উত্পাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।


বৃহস্পতিবার ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার চার দিনের এই মেলা শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

 

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যেকোনোভাবে স্থির খরচ কমাতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে।

 বিকল্প উত্স থেকে বিদ্যুৎ উত্পাদনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বশির উদ্দিন বলেন, প্রতিষ্ঠানগুলোকে সর্বনিম্ন মূল্যে সৌরবিদ্যুৎ ক্রয় করা উচিত। আকিজ গ্রুপ সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়িয়েছে। গ্রুপটি তাদের মোট জ্বালানির ৫০ শতাংশ সৌরশক্তি থেকে উত্পাদনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

 

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে পৌঁছলে উপদেষ্টা বশির উদ্দিনকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামসহ অন্যান্যরা। পরে তারা ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

 এ সময় এফবিসিসিআইর প্রশাসক এমডি হাফিজুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের ওভারসিজ অপারেশনের পরিচালক আকাই লিন উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক এমডি হাফিজুর রহমান বলেন, এ ধরনের বাণিজ্যমেলা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, এই খাতে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা রপ্তানিমুখী শিল্পের জন্য ১০০ শতাংশ নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছে।

 তিনি বলেন, সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারব। কোনো বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না। যেসব ফ্যাক্টরি বিদ্যমান রয়েছে, সেগুলোর ভ্যাট-ট্যাক্স না বাড়িয়ে কিভাবে চলমান রাখা যায় সে বিষয়ে সরকারের সহযোগিতা চান তিনি।

 

বিটিএমএ ও হংকংয়ের ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেড যৌথভাবে ১৯তম এ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এতে ৩৩টি দেশের এক হাজার একশর বেশি ব্র্যান্ড অংশ নিয়েছে। স্টলের সংখ্যা এক হাজার ৬০০টি। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক থেকে কোম্পানিগুলো টেক্সটাইল যন্ত্রপাতি, ফেব্রিক উত্পাদন, রং, প্রযুক্তি ও আনুষঙ্গিক সামগ্রী প্রদর্শন করবে।

 এছাড়াও টেকসই উত্পাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে চারটি সেমিনার থাকবে। পাশাপাশি আগামী শুক্রবার ও শনিবার ডিটিজি ফ্যাশন শো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম