Logo
Logo
×

অর্থনীতি

জিডিপির প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ২২ শতাংশ: বিবিএস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

জিডিপির প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ২২ শতাংশ: বিবিএস

গত ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশে, যা প্রাথমিক হিসাবে ছিল ৫ দশমিক ৮২ শতাংশ। এদিকে ২০২২-২৩ অর্থবছরে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির এ হার ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ। তার আগে ২০২১-২২ অর্থবছরেও ছিল ৭ দশমিক ১০ শতাংশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

সংস্থাটি বলছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য প্রধান কারণ হচ্ছে রপ্তানি আয়ের সংশোধিত হিসাবের পরিপ্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি।

বিবিএসের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার হয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এটি ছিল ৪৪ হাজার ৯০৮ বিলিয়ন টাকা বা ৪৫২ বিলিয়ন ডলার। 

সংস্থাটির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কৃষি খাতে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৩ দশমিক ২১ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। এ হিসাবে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে। 

শিল্প খাতে ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫১ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। 

সেবা খাতে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ, যা সাময়িক হিসাবে ছিল ৫ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২৬ শতাংশ। 

দেখা যাচ্ছে সব খাতেরই জিডিপি প্রবৃদ্ধি কমেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম