Logo
Logo
×

অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

কারাবন্দিদের তৈরি পণ্য মূল আকর্ষণ

যমুনার প্যাভিলিয়নে ক্রেতার ভিড়

Icon

রাসেল মাহমুদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

কারাবন্দিদের তৈরি পণ্য মূল আকর্ষণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। মেলায় কারাগারের বন্দিদের হাতে তৈরি ৩২৫টির অধিক পণ্য বিক্রি হচ্ছে। 

এসব পণ্য বিক্রির জন্য কারা অধিদপ্তরের অধীনে ‘বাংলাদেশ জেল কারা পণ্য’ নামে একটি প্যাভিলিয়ন সাজানো হয়েছে। বাঁশ, বেত, কাঠ ও পাট দিয়ে তৈরি এসব পণ্যে সেজেছে পুরো প্যাভিলিয়ন। এসব পণ্য দেখতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। এর মধ্যে নকশিকাঁথায় বেশি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।

মিরপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন নাজনীন আক্তার মুক্তা। যুগান্তরকে তিনি বলেন, বন্দিদের হাতে তৈরি পণ্য দেখতে খুব সুন্দর। বিশেষ করে শোপিস ও নকশিকাঁথা। তবে নকশিকাঁথার দাম একটু বেশি মনে হচ্ছে। এ কারণে ৩০০ টাকা দিয়ে পুঁতির তৈরি একটি শোপিস কিনেছি।

পণ্য বিক্রির লভ্যাংশ বন্দিরা পাবেন উল্লেখ করে প্যাভিলিয়নের দেখভালকারী সৈয়দ মোহাম্মদ  জাবেদ হোসেন বলেন, ‘পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তার ৫০ শতাংশ বন্দিদের দেওয়া হয়। বন্দিরা এই অর্থ নিজেদের কাজে খরচ করতে পারেন। পরিবারের সদস্যদের জন্যও পাঠাতে পারেন। এ ছাড়া বিক্রির বাকি ৫০ শতাংশ সরকারি কোষাগারে যাবে।’

ঢাকা কারাগারের ডেপুটি জেলার ও কারা পণ্য প্যাভিলিয়নের ইনচার্জ সৈয়দ মোহাম্মদ জাবেদ হোসেন যুগান্তরকে  বলেন, ‘৩২৫টির অধিক কারা পণ্য আমরা প্যাভিলিয়নে তুলেছি। বন্দিরা যে সৃষ্টিশীল কাজ করতে পারেন, সমাজে সংশোধন ও সংস্কার হয়ে চলতে পারেন সেই ধারণা দিতে এসব পণ্য নিয়ে মেলায় হাজির হয়েছি।’

যমুনার প্যাভিলিয়নে ক্রেতার ভিড়: সোমবার বাণিজ্যমেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের ম্যানেজার রাজিব সাহা বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্যসামগ্রী নিয়ে এসেছি। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- রাইসকুকার, রেফ্রিজারেশন, মাইক্রোওভেন, ইলেকট্রনিক ওভেন, গ্যাস বার্নার, কারিকুকার, ইনফারেন্সকুকার, রুমহিটার, ভেন্ডার, মিক্সারভেন্ডার ও জুসার। এসব গৃহস্থালি পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। 

তিনি আরও বলেন, এছাড়া যমুনা ইলেকট্রনিক্সের রেফ্রিজারেটর (ডাবল ডোর ও সিঙ্গেল ডোর) বিশেষ মূল্যে দেওয়া হচ্ছে। স্মার্ট টিভি ও গুগল টিভি, মোটরসাইকেলসহ সব পণ্য যমুনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরির কারণে সহজে ও কম দামে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। 

এবারের মেলায় বিভিন্ন মডেলের মোটরসাইকেল আনা হয়েছে। এর মধ্যে পেগাসাস ইভো ১৫০ সিসি, পেগাসাস জিউস ১৫০ সিসি, পেগাসাস ফ্যাবিও ১২৫ সিসি।  বিক্রিতে ছাড় দেওয়া হচ্ছে  ২৫ শতাংশ। এ ছাড়া সাথে থাকছে হোম ডেলিভারিতে বিশেষ সুযোগ সুবিধা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম