Logo
Logo
×

অর্থনীতি

নোভার্টিসের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

নোভার্টিসের শেয়ার অধিগ্রহণ করল রেডিয়েন্ট ফার্মা

বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস বাংলাদেশ লিমিটেড নোভার্টিস সুইজারল্যান্ডের সব শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর করছে।

এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নোভার্টিস সুইজারল্যান্ড ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মধ্যে শেয়ার হস্তান্তর চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে স্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাকি ৪০ শতাংশ শেয়ার যথারীতি বাংলাদেশ সরকারের হাতেই থাকবে। 

সরকারের পক্ষে প্রতিষ্ঠানটিতে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নোভার্টিস এজি তাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসাবে বাংলাদেশ চ্যাপ্টারের ব্যবসা স্থানীয় প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সে পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়।

নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) সিনা ইবনে জামালী চুক্তিতে সই করেন। এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ রেডিয়েন্টের পক্ষে আরও উপস্থিত ছিলেন রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্য ও ফার্মাসিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহেদী, রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক ডা. একিউএম মহিউদ্দিন ও উপব্যবস্থাপনা পরিচালক তাসফিয়া জাহেদী। নোভার্টিস সুইজারল্যান্ডের পক্ষে উপস্থিত ছিলেন সায়মন ইয়াং, এরিক ক্যারিও ও ড্যানিয়েল চে। 

এছাড়াও এ সময় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. আব্দুর রাজ্জাকসহ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির বিষয়ে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। যাত্রার শুরু থেকেই রেডিয়েন্ট গুণগত মানসম্পন্ন ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে চলেছে। এ চুক্তি রেডিয়েন্টের সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। 

নোভার্টিসের এশিয়া অঞ্চলের প্রধান কেভিন জো বলেন, আমাদের ব্যবসার বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে আমরা বাংলাদেশ চ্যাপ্টারের শেয়ার স্থানীয় কোনো স্বনামধন্য ওষুধ কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এ রূপান্তর প্রক্রিয়া উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমাদের নতুন নতুন উদ্ভাবনী ওষুধের প্রাপ্যতা আরও সহজতর হবে। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম