Logo
Logo
×

অর্থনীতি

অর্থ আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

অর্থ আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি তাদেরকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর তলব করেছে।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) ইয়াছির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করেন।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ইয়াছির আরাফাতকে টিম লিডার করে ৩ সদস্যের টিম গঠন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম