Logo
Logo
×

জাতীয়

জানালেন অর্থ উপদেষ্টা

সংস্কারের জন্য শর্তে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ পিএম

সংস্কারের জন্য শর্তে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধির সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক

শর্ত সাপেক্ষে আর্থিক খাত সংস্কারের সব ধরনের সহায়তা করবে বিশ্বব্যাংক এবং ইন্টার ন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)। 

রোববার সংস্থা দুটির  প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য ব্যয় হবে।

তবে ঋণ সহায়তার অংক জানাতে অপারগতা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা।

জানা যায়, ঋণের অংকের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে। 

অবশ্য এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম