Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংক থেকে টাকা উত্তোলনে বিধিনিষেধ কাটছে রোববার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

ব্যাংক থেকে টাকা উত্তোলনে বিধিনিষেধ কাটছে রোববার

ফাইল ছবি

ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। গ্রাহকরা যেকোনো পরিমাণের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।
 
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরিমাণ বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত ১ সেপ্টেম্বর টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।
 
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পতিত সরকারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ তখন নিয়ন্ত্রণমূলক নির্দেশনা জারি করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম