Logo
Logo
×

অর্থনীতি

নগদের সিইও পদ থাকছে না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৫:০৯ পিএম

নগদের সিইও পদ থাকছে না

বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর বর্তমান পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থাকছে না বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক বদিউজ্জামান দিদার।

বৃহস্পতিবার রাজধানীতে নগদ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম ব্রিফিং করলেন বদিউজ্জামান দিদার।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের আলোকে `নগদ' ডাক বিভাগের অধীনে রয়েছে। কারণ এর পূর্ণাঙ্গ লাইসেন্স নেই।

আগামী এক বছরের মধ্যে নগদকে ভালো অবস্থায় ফিরিয়ে এনে পূর্ণাঙ্গ লাইসেন্স পেতে সহায়তা করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নগদ বিগত বছরগুলোতে যেভাবে ব্যবসা করে আসছে সেভাবেই ব্যবসা করবে।

এ পরিবর্তনের জন্য কেউ চাকরি হারাবেন না জানিয়ে প্রশাসক বলেন, শুধু কাঠামোগত পরিবর্তন আনা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম