Logo
Logo
×

অর্থনীতি

শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

শেখ সেলিম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে তার ছেলে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের সবার ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। 

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫ থেকে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগকে এই চিঠি দেওয়া হয়েছে। শেখ সেলিম কর অঞ্চল-১৫-এর করদাতা।

চিঠিতে শেখ সেলিমের নিজ নামে অথবা বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। 

কর কমিশনার আহসান হাবিব গণমাধ্যমকে বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে কর ফাঁকি রোধ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের আয় ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম