শেয়ারবাজারে বিপর্যয়, কমছে সূচক ও বাজার মূলধন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:২৪ পিএম

বিপর্যস্ত শেয়ারবাজার। প্রতিদিনই কমছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এতে কমছে মূল্যসূচক ও বাজার মূলধন। কমে আসছে লেনদেনও। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৫৩ পয়েন্ট কমেছে। এতে বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা। বিনিয়োগকারীদের আস্থা তলানিতে।
সংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই শেয়ারবাজারে আস্থা সংকট। এরপর কোটা আন্দোলন কেন্দ্র করে দেশের সামগ্রিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আতঙ্কিত। ফলে বাজারে এর প্রভাব পড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৯২টি কোম্পানির ১৪ কোটি ৩৯ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৫২ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-অগ্নি সিস্টেম, ওরিয়ন ইনফিউশনস, এনআরবি ব্যাংক, স্কয়ার ফার্মা, জেমিনী সী ফুড, ইউনিলিভার কনজ্যুমার, ব্র্যাক ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সলভো কেমিক্যাল এবং তৌফিকাফুড।
ডিএসইতে সোমবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-টেকনো ড্রাগ, লিব্রা ইনফিউশন, ইউনাইটেড ফাইন্যান্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, সায়হাম টেক্সটাইল, ফার্মা এইড, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেঙ্কাইজার এবং ওয়ানব্যাংক।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- এনার্জি প্যাক পাওয়ার, ফিনিক্স ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, জনতা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল এবং আলহাজ টেক্সটাইল।