কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন নাজিম উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০২:৪৮ এএম
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) পদে পদোন্নতি পেয়েছেন।
সোমবার এক আদেশের মাধ্যমে তাকে পদোন্নতি দেওয়া হয়। তিনি ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসাবে যোগদানের পর প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও গভর্নর সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
সৃজনশীল কাজের স্বীকৃতি হিসাবে তাকে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৪’ এর স্বর্ণপদক দেওয়া হয়।
নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি ১৯৯৮-২০০০ সময়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন।