‘প্রতি ঈদে নতুন জামা পেয়েছি এটি আমার মনে পড়ে না’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১২:৩৯ এএম
ফাইল ছবি
সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, প্রতি ঈদে নতুন জামা কাপড় পেয়েছি, এটি আমার মনে পড়ে না। আগের যে পোশাক গুলো থাকত সেগুলোকে ধুয়ে-মুছে পরিধান করে ঈদগাহে যেতাম। বাজার থেকে কিনে পোশাক পরিধান করার সুযোগ হয়েছে, এটিও আমার মনে পড়ে না। বেশির ভাগ পোশাক স্থানীয় দর্জিদের থেকে বানানো হতো। সেগুলো পরিধান করতাম।
যুগান্তরে বিশেষ সাক্ষাৎকারে শৈশবের ঈদ স্মৃতি নিয়ে খোলামেলা কথা বলেন সাবেক এই গভর্নর।