৫০ কোটি টাকা কর পরিশোধ করল উল্কা গেমস লিমিটেড
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৩৮ পিএম
আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে ৫০ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৪১১ টাকা কর পরিশোধ করেছে উল্কা গেমস লিমিটেড। সোমবার ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার ব্যাংক হিসাব থেকে এই টাকা শোধ করা হয়।
জানা যায়, ব্র্যাক ব্যাংকের গুলশান শাখার ব্যাংক হিসাব থেকে পে-অর্ডার মূলে কর অঞ্চল-১৫ এর সার্কেল-৩১১(কোম্পানিজ) এর উপ-কর কমিশনারের নিকট এই কর হস্তান্তর করে ব্যাংক কর্তৃপক্ষ।
গত ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ করবর্ষে উল্কা গেমস লিমিটেডের মোট ৫০ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৪১১ টাকা রাজস্ব বকেয়া পড়ে।
এর আগে গত ১ মে আদালত কর পরিশোধের নির্দেশ দেয়। কিন্তু উল্কা গেমস লিমিটেড ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে মামলা চলমান থাকায় তা পরিশোধ করা যায়নি। পরে গত ৫ মে বিষয়টি নিয়ে শুনানি হয়।
এ বিষয়ে ৫২১৬/২০২৪ ও ৫৩৫১/২০২৪ দুটি রিট এবং একটি কোম্পানি মামলা (১৬৪/২০২৪) ছিল, যা বাতিল করে দেন হাইকোর্ট। গত ১৬ মে এ বিষয়ে আদালত যে নির্দেশনা দেন, তার ভিত্তিতে উল্কা গেমস লিমিটেড উল্লিখিত পরিমাণ কর পরিশোধ করে।
এ বিষয়ে কর অঞ্চল-১৫ এর কর কমিশনার আহসান হাবিব বলেন, আজ ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আমাদের কাছে বকেয়া করের চেক দেওয়া হয়েছে। আমরা পে-অর্ডারটি পেয়েছি।