Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংক ও পুঁজিবাজার খুলছে সোমবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম

ব্যাংক ও পুঁজিবাজার খুলছে সোমবার

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ মিলিয়ে পাঁচদিনের ছুটি কাটিয়ে সোমবার থেকে খুলছে ব্যাংক, পুঁজিবাজার ও অফিস আদালত।

গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ র্নিধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিলে পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে সরকারি অফিস। এদিন থেকে ফের স্বাভাবিক নিয়মে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুরে ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ফিরে ব্যাংক সকাল ১০টায় খুলবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন হবে সাড়ে ৩টা পর্যন্ত।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম