Logo
Logo
×

অর্থনীতি

রিহ্যাব নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের জয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫ পিএম

রিহ্যাব নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের জয়

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৯টি পরিচালক পদের বিপরীতে ২৫টিতে জয় পেয়েছে ব্যবসায়ী ঐক্য পরিষদ। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ৪৭৬ ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দিয়েছেন। প্রায় এক যুগ পর রিহ্যাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পরিচালক পদে সর্বোচ্চ ২৪৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান।  

এছাড়াও বিটিআইয়ের উপদেষ্টা আরশি হায়দার, হামিদ রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ অপু, ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, আরমা গ্রুপের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, এশিউর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদী, এমবিট বিল্ডার্স লিমিটেডের ড. মো. হারুন অর রশিদ, ঐশী প্রপার্টিজের আইয়ুব আলী, ডমিনিয়ন প্রপার্টিজের লাবিব বিল্লাহ, রিচমন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আফম উবায়দুল্লাহ, পদ্মা হোমসের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সুরোজ সরদার জয় পেয়েছেন।

রিহ্যাব সংশ্লিষ্টরা জানান, রিহ্যাবের একজন সভাপতি ও ছয়জন সহসভাপতি নির্ধারণ করতে বুধবার পরিচালকদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হবে।

রিহ্যাব পরিচালনা পর্ষদ আইন লঙ্ঘন করায় এর আগে সরকার রিহ্যাবে প্রশাসক নিয়োগ করেন। ওই প্রশাসকের নেতৃত্বে এবার রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে খুবই উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম