Logo
Logo
×

অর্থনীতি

ঢাকা স্টক এক্সচেঞ্জ সাড়ে ১৬শ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ সাড়ে ১৬শ কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

শেয়ারবাজারে লেনদেন বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৫৪ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৭৪ কোটি টাকা বেশি। ডিএসইর এ লেনদেন গত এক বছর ৪ মাসে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি টাকা লেনদেন হয়েছিল। 

এছাড়াও সোমবার ডিএসইতে ২৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিনশেষে মূল্যসূচক বেড়েছে ৪১ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৯৫টি কোম্পানির ৫৫ কোটি ২৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ২৬১টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৫ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৬ দশমিক ৬৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৬৭ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো ওরিয়ন ইনফিউশন, বিডি থাই অ্যালুমিনিয়াম, ফু-ওয়াং ফুড, খুলনা প্রিন্টিং, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইটিসি, আইএফআইসি, ইভিন্স টেক্সটাইল,  ফরচুন সুজ এবং অলিম্পিক এক্সেসরিজ। ডিএসইতে সোমবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- গ্লোবাল ইসলামি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্পস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, বিডি ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মা। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-  মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডি থাই ফুড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, শাশা ডেনিমস, বিচ হ্যাচারি, রতনপুর স্টিল এবং আমান ফিড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম